নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ



হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. বলেন, যখন ফিতনা তোমাদেরকে জড়াবে, তখন তোমাদের কী অবস্থা হবে? তাতে বড়রা অতিবৃদ্ধ হয়ে যাবে এবং ছোটরা বড় হতে থাকবে। মানুষ তাকে সুন্নত হিসাবে গ্রহণ করবে। যখন তা থেকে কোন কিছু ছেড়ে দিবে, তখন বলা হবে তুমি সুন্নতকে ছেড়ে দিয়েছো। কেউ প্রশ্ন করল, হে আবু আব্দুর রহমান, তা কখন হবে? তিনি বললেন, যখন তোমাদের মধ্যে অজ্ঞ ব্যক্তিরা ব্যাপকতা লাভ করবে, আর আলেমগণ কমে যাবে। কারী ও নেতা বৃদ্ধি পেতে থাকবে, আমানতদার ব্যক্তি কমে যাবে। তারা আখেরাতের আমলের মাধ্যমে দুনিয়া অন্বেষণ করবে।
[তাহকিক : কানযুল উম্মাল : ৩১৪১০; সনদ দুর্বল]
নোট : একথাগুলো আজ দিবালোকের ন্যায় স্পষ্ট! অজ্ঞ ব্যক্তিরাই আজ সমাজের কর্ণধার। শিক্ষিতসমাজ আজ নোংরামিপূর্ণ নেতৃত্বে যেতে চায় না! অংকের সংখ্যায় আলেম বৃদ্ধি পেয়েছে, তবে কুরআন হাদিসের সংজ্ঞায় যাদেরকে আলেম বলা হয়েছে, ‘একমাত্র আলেমগণই আল্লাহকে ভয় পায়’; অর্থাৎ কেউ যদি আলেম হয়, তবে তার মাঝে আল্লাহভীতি ফুটে ওঠবে। এমন আলেমের সংখ্যা আশংকাজনকহারে কমে গেছে! কারি এবং নেতা বৃদ্ধি পাচ্ছে, তা সঠিক। সুলোলিত কণ্ঠে কুরআন তেলাওয়াতকারীর সংখ্যা আজ অনেক, তবে অর্থ এবং পুরস্কার ব্যতীত তাদের সঙ্গে কথা বলাও কষ্টের, আমানতদারি শূণ্যের কোঠায়! কুরআন পড়ে, দীনের কথা শুনিয়ে দুনিয়া অন্বেষণ আজ বড় আলেম হওয়ার দলিলে পরিগণিত!
দাম মাত্র ৬০০৳
ছাড় মূূল্য ৩০০৳

দিন যত যাচ্ছে, ফিতনা তত বাড়ছে। ফিতনার নিকষকালো অন্ধকারে সবই তলিয়ে যাচ্ছে। কেউ ফিতনায় জড়াতে না চাইলেও ফিতনায় জড়িয়ে পড়ছে।
শত দুর্যোগ ও বিপদাপদ আমাদের চতুর্দিকে। কীভাবে আমরা বেঁচে থাকতে পারি ফিতনা থেকে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিকনির্দেশনা দিয়েছেন ১৪শ বছর আগে, সেগুলোই হবে আমাদের জন্য ফিতনা থেকে বেঁচে থাকার পাথেয়।
ফিতনার দিনগুলোতে মুসলিম উম্মাহর করণীয় ও বর্জনীয় জানতে পড়তে পারেন ইমাম নুআইম ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহ রচিত ‘কিতাবুল ফিতান’ গ্রন্থটি।
দাম মাত্র ৬০০৳
ছাড় মূল্য ৩০০৳

বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের মত একেকটা ফিতনা আমাদের গ্রাস করে নিচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ফিতনার আনাগোনা।
কেউ যদি ফিতনা সম্পর্কেই না জানে, তবে সে কীভাবে নিজেকে বাঁচাবে ফিতনা থেকে? কীভাবে বাঁচাবে পরিবার-পরিজন ও সমাজকে? আর শেষ যামানার ফিতনাগুলো এতোই ভয়াবহ যে– একজন লোক দিনের প্রারম্ভে মুসলিম থাকবে, কিন্তু দিন শেষে সে পরিণত হবে কাফিরে।আমাদেরকে রাসূলে কারীম ﷺ ১৪শ বছর আগে ফিতনা সম্পর্কে সচেতন করেছেন; আর আমরা এখনো ঘুমিয়ে আছি গাফলতের চাদর মুড়িয়ে। আমরা এখনো স্বপ্ন দেখছি দুনিয়ার ভোগ-বিলাস ও সুখ-সমৃদ্ধি নিয়ে! অথচ ফিতনা আমাদের দরজায় কড়া নাড়ছে।ফিতনা সম্পর্কে রাসূল সা. এর ভবিষ্যতবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুআইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারী। যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য বইটি হবে অনন্য।
দাম মাত্র ৬০০৳
ছাড় মূল্য ৩০০৳