আত্মার চিকিৎসা

আত্মার চিকিৎসা

মহান আল্লাহতায়ালা যেনো অন্তরের বণিক। তিনি

তোমাদের অন্তর কামনা করেন। তোমাদের

অন্তরকে চান। তিনি যেন নিঃশব্দে ঘোষণা করেন,

‘বান্দা! তুমি তোমার অন্তর আমাকে দিয়ে দাও।’ অন্তর হলো ছোট একটি গোস্তের টুকরা; অথচ সেটা অত্যন্ত মূল্যবান জিনিস। স্বর্ণের টুকরার মতো। যদি অন্তরকে সুশোভিত করা যায় তাহলে গোটা দেহটা সুশোভিত হয়ে যায় মহান আল্লাহতায়ালার কাছে আমাদের অন্তরের অনেক মূল্য রয়েছে। তিনি অন্তরকে বহু দামি করে সৃষ্টি করেছেন।

মানুষ যেভাবে শারীরিক ব্যাধিতে আক্রান্ত হয় তদ্রুপ আত্মিকব্যাধিতেও আক্রান্ত হয়। ডায়রিয়া, ব্লাড প্রেসার, জ্বর এসব যেমন শারীরিকব্যাধি তেমনি হিংসা, শত্রুতা, অহংকার, ঈর্ষা, কুপ্রবৃত্তি ইত্যাদি আত্মিকব্যাধি। এসব ব্যাধিগুলো জটিল ও জীবনবিধ্বংসী। সুতরাং শারীরিকব্যাধির যেমন চিকিৎসা করাতে হয়, ঠিক তেমনি আত্মিকব্যাধিরও চিকিৎসা করা জরুরি। মানুষ যখন চিকিৎসা দ্বারা তার আত্মার সংশোধন করে নেয় তখন তার অন্তর আল্লাহর নূরের ঘর হয়ে যায়।

তাইতো কবি বলেন—

হজের চেয়ে বহু বড়ো শুদ্ধ করা মন

হাজার কাবার চাইতে বড়ো শুদ্ধজনের মন। কাবার কারিগরতো ছিলেন আজর-পুত্র খলিল দিলের কারিগর যে হলেন আমার রব্বেজলিল ।

অতএব, আত্মার ব্যাধি ও তার চিকিৎসা সম্পর্কে যদি জানতে চান তাহলে আসুন, মূলগ্রন্থ পাঠ করা শুরু করে দিন…

মূল্য মাত্র ২৪০৳
পিছনের দিক
Design a site like this with WordPress.com
Get started